প্রকাশিত:
১৬ মে ২০২৫, ১৮:৫৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তক্তিপুর শ্মশানঘাট ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের গুচ্ছ গ্রামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, “মরদেহের গলায় প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল।”
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কিবরিয়া বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাগলা নদী থেকে ভাসমান অব্স্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া লাশ গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
ডেস্ক/আআ
মন্তব্য করুন: