প্রকাশিত:
১৫ মে ২০২৫, ২০:০০
চাঁপাইনবাবগঞ্জ চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আবারোও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচী পালিত হয় এবং বেলা ১২টার দিকে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, অবহেলিত এই জনপদের অনেক নাগরিক ব্যবসা, চাকুরী ও লেখাপড়াসহ নানাবিধ কাজে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু এই জেলা থেকে একটি মাত্র ট্রেন বনলতা রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও তাতে চাঁপাইনবাবগঞ্জের জনগনের তুলনায় আসন সংখ্যা তুলনামূলকভাবে সীমিত । এতে এই জেলার জনগনের ভোগান্তির শেষ থাকেনা। এদিকে ঢাকা থেকে অনেক ট্রেন রাজশাহী রেলস্টেশন পর্যন্ত এলেও এক ঘন্টার দূরত্বে তা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসেনা। আর তাই ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজলভ্যে রাজধানী ঢাকার সাথে চাঁপাইনবাবগঞ্জের আন্ত:নগর টেন পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি ও মধুমতি চলাচলের যাত্রাপথ সম্প্রসারিত করে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত যাত্রাপথ বর্ধিতের দাবি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারোও সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন জেলাবাসী এবং ১০.৪৫ এর দিকে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে রেলপথ অবরোধ কর্মসূচী শেষ করে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত রেলস্টেশনে অবস্থান নেন। এই সময় রাজনীতিবিদরা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
এছাড়া ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী নুরুল ইসলামের সভাপত্বিতে এই সময় প্রধান অতিথি হিসেসে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ আন্দোলনের সদস্য সচিব ইকবাল আহমেদ, জেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পেশাজীবী সমিতির সভাপতি মাইনুল ইসলাম, ব্যবসায়ী আলাউদ্দিন হোসেন, কাজেম আলীসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, অন্ত:নগর ট্রেনের দাবী আজকে আমাদের প্রধান দাবী। তবে এই দাবী জানিয়েই শেষ করতে চাই না বরং আন্ত:নগর ট্রেন চালুর পাশাপাশি এই ট্রেন স্টেশনকে উন্নত ও আধুনিক করতে হবে। এখানে জংশন করতে হবে যেন যতগুলোই ট্রেন এই স্টেশনে আসুক না কেন জটের সৃষ্টি না হয়। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই। তাই এই মহাসড়কটি ছয় লাইনে উন্নত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য আমাদের দাবীগুলো অবিলম্বে মানতে হবে। তাছাড়া আমি বিশ্বাস করি বর্তমান অন্তবর্তীকালীন সরকার চাঁপাইনবাবগঞ্জের যৌক্তিক দাবীগুলো পূরণ করতে বাধ্য হবে।
পরে তারা একই দাবিতে কালেক্টরেট চত্বরে মানববন্ধন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ব্যানারে মল্লিকা কমিউটার ট্রেন ঘেরাও কর্মসূচীর কারণে মল্লিকা কমিউটার ট্রেনটি প্রায় ৩০ মিনিটি লেটে ছেঁড়ে গেছে। সাধারণত এই ট্রেনটি ১০টা ১৫ মিনিটে ছাড়ে কিন্ত অবরোধের কারণে ১০টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবী জানিয়ে আসছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। গতকাল বুধবার (১৪ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের ব্যানারেও চাঁপাইনবাগঞ্জ রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়েছিল।
এমএএ/আআ
মন্তব্য করুন: