[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ঝিলিম ইউনিয়নে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১১ মে ২০২৫, ২৩:৪৮

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ধানকাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে একজন ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-বুলপুরে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া কাইয়ুম নয়াগোলা-সাতনইল মহল্লার মৃত্যু সাইফুউদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকালে সদর উপজেলার বুলনপুর এলাকায় ধান কাটছিলেন আব্দুল কাইয়ুম। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর