প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১৩:৫৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৪ মার্চ) বিকেলে কায়েমপুর আলহাজ্ব নূরজাহান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন, যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল, কার্যকরী কমিটি উপদেষ্টা মন্ডলী এবং নতুন নির্বাচিত প্রতিনিধি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও আলীনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাসুম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অত্র এলাকার রোজাদর ব্যাক্তি ও বণিক সমিতির সকল সদস্য সহ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সি.রা/আআ
মন্তব্য করুন: