[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

ধর্ষণের বিরুদ্ধে রহনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ২০:৩৮

ছবি: সংগ্রহীত

মাগুরাতে ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদের সারা দেশের ন্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এই সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাসেল, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্র শিবিরের সভাপতি নাজির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহ, জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়সহ আরও অন্যরা।

বক্তারা বলেন, দু:খজনক বিষয় হলেও সত্য আজকে আমাদেরকে ধর্ষনের বিচারের দাবীতে রাস্তায় নামতে হয়েছে। আমাদের দেশের নারীদের, মা-বোনদের নিরাপত্তা দেওয়া একটি রাষ্ট্রর নৈতিক দায়িত্ব। কিন্ত রাষ্ট্র তা দিতে ব্যার্থ হয়েছে। তাই ধর্ষকদের সব্বোর্চ শাস্তির দাবী জানাচ্ছি।

শাহিন আলম/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর