প্রকাশিত:
৪ মার্চ ২০২৫, ১১:৫৭
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (৩ মার্চ) রাতে রাজশাহীর দুর্গাপুরে এক তাফসির মাহফিলে তিনি এ সমালোচনা করেন।
দুর্গাপুরের দাওকান্দি বাজারে স্থানীয়দের আয়োজনে এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবুল কালাম আজাদ ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের প্রার্থী নুরুজ্জামান লিটন।
এ সময় প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে মুফতি আমির হামজা বলেন, উনি (হারুন) বলেছে কুরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এটা মুনাফিকের কথা। আমি কুরআনে রাজনীতি পেয়েছি। ত্রাণের টিন চুরি করে, শুল্কমুক্ত গাড়ি বেঁচে দেয়, সে আবার ফতোয়া দেয়। পেটে বম (বোমা) মারলে একটা আয়াত শুদ্ধ করে বলতে পারবেন?
আয়নাঘরের প্রসঙ্গ টেনে মুফতি আমির হামজা বলেন, খ্রিষ্টানরা রিপোর্ট তৈরি করেছে, হাসিনা সারাবিশ্বে সবচেয়ে নিকৃষ্ট। সে এক নাম্বারে আছে, আর দুই নাম্বারে সিরিয়ার বাশার আল আসাদ এবং তিনে ইসরায়েলের নেতানিয়াহু।
এ সময় পাঁচার হওয়া টাকা ফেরত আনার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানান আমির হামজা।
ডেস্ক/আআ
মন্তব্য করুন: