[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

গোমস্তাপুরে পর*কী*য়া জেরে কবিরাজকে কুপিয়ে হ*ত্যা

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৩ মার্চ ২০২৫, ২১:৫০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয়া জের ধরে স্থানীয় এক কবিরাজকে কুপিয়ে হত্যার করার ঘটনা ঘটেছে।

রবিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগন গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে সেটার তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সাড়ে ১১টার সময় চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মো.মতি তেলী কবিরাজ(৪০) পাশের গ্রাম হরিনগনর এলাকার শুকুদ্দির বাড়িতে তার স্ত্রীর ভূত সারানোর কথা বলে যায়। শুকুদ্দির স্ত্রী পেয়ারা বেগমের সাথে মতি তেলী কবিরাজের আগে থেকেই পরকীয়া ছিল। এবং ঘটনাস্থলে পরকীয়া দেখে ফেলায় শুকুদ্দি ও তার ছেলে পিয়ারুল মতি তেলী কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে রুমের দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে শুকুদ্দির মা জহরুন বেগম ঘরের দরজা খুলে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা স্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর