প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২:৫৬
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর দিয়ে যাওয়া আর রায়হান নাম রেখেছেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নামোশংকরবাটি দিদারহাজি পাড়া গ্রামে। সেই দম্পতির নাম মো: মাসুম ও কাকলী আক্তার।
সোমবার (২২ ফেব্রুয়ারি) আকিকার মাধ্যমে তার নাম রাখা হয়।
এলাকাবাসীর সূত্র থেকে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই তাফসীরুল কুরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী বয়ান পেশ করেন। তার পেশকৃত বয়ানে রমাদান বিষয়ে আলোচনা করার এক পর্যায়ে তিনি বলেন, কারো পুত্রসন্তান হলে 'আর রাইয়ান' নাম রাখবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে আমি এই নাম দিয়ে গেলাম। সেই কারণে মাসুম ও কাকলীর দম্পতি সন্তান জন্মের সাত দিনে ইসলামী শরীয়ত মোতাবেক আকিকা দিয়ে তাদের পুত্রসন্তানের নাম রাখেন আর রায়হান।
মো: মাসুম বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর দিয়ে যাওয়া আর রাইয়ান নাম রেখেছি আমার ছেলের। সবার তার জন্য দোয়া করবেন যেন সে বড় হয়ে ড. মিজানুর রহমান আজহারীর মতো বড় আলেম হন, তাকওবান চক্ষুশীতলকারী সন্তান হন।
শিশুসন্তান আর রাইয়ানের মামা জসিম উদ্দিন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি আমার চাচাতো বোনের একটি পুত্র সন্তান হয়। আমার বোনের খুব ইচ্ছা ছিল মিজানুর রহমান আজাহারীর ওয়াজ মাহাফিলে গিয়ে শোনার কিন্ত সদ্য সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি মাহফিলে যেতে পারেন নি। তাই ফেসবুক লাইভে তিনি আজহারীর তাফসীর শুনছিলেন। এই সময় আমার চাচাতো বোন আজহারীর বয়ানে শুনতে পাই কারো সন্তান হলে যেন তার নাম রাখে আর রাইয়ান। এটি শুনার পর তিনি সিদ্ধান্ত নেন তার পুত্র সন্তানের নাম রাখবে আর রাইয়ান। সেই মোতাবেক আজ আকিকার মাধ্যমে পুত্র সন্তানের নাম রাখা হয় আর রাইয়ান। সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য যে, আর রাইয়ান হলো জান্নাতের একটি দরজার নাম। সেখান দিয়ে শুধুমাত্র সিয়াম(রোজা) পালনকারীরা প্রবেশ করবেন।
এমএএ/আআ
মন্তব্য করুন: