প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৬
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বিতীয় তলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, রাত সোয়া ৮ টার দিকে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং পরে তারা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশের একটি টিম সরজমিনে পরিদর্শন করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বিতীয় তলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: