[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

একাত্তরের পর প্রথম গোপালগঞ্জে জামায়াতের শোভাযাত্রা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৩৬

ছবি: সংগৃহীত

‘সকল দল দেখা শেষ এবার হবে জামায়াত ইসলামীর বাংলাদেশ, তন্ত্র মন্ত্র দফা শেষ এবার হবে আলকোরআনের বাংলাদেশ।’—এই স্লোগান দিয়ে ১৯৭১-সালে দেশ স্বাধীনের পর আজ সোমবার বিকেলে এই প্রথম গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। 

বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলে চড়ে শতাধিক নেতা-কর্মী জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়।

এর আগে, স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগাম নির্বচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ-১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা ও তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। 

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন, ‘গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াত ইসলাম শরিক হয়েছে।’

এ পথসভায় বক্তব্য রাখেন জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনে জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর