[email protected] ঢাকা | শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২
thecitybank.com

পতিতা পল্লী থেকে আওয়ামী লীগের দুইনেতা গ্রেপ্তার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৪৩

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনায় করা মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে জামালপুরের পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক। 

পতিতা পল্লী থেকে গ্রেপ্তার ওই নেতা মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ মুকুল।

এছাড়া গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক জানান, আসামিরা জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনার মামলায় অন্তর্ভুক্ত। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। 

সূত্র: কালের কন্ঠ

ডেস্ক/আআ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর