প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৫, ২১:১৮
রাজশাহীতে রেস্তোরাঁয় গোপন বৈঠক শেষে ফেরার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম আব্দুল্লাহ আল মেহেদী হাসান ওরফে হিমেল। পরে গত আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের মালোপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে মেহেদীকে আটক করেন কিছু শিক্ষার্থী।
আটকের পর মোবাইল চেক করে তাকে আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে দেখা যায়। পরে রিকশায় করে তাকে নগরের বোয়ালিয়া থানায় নিয়ে যান শিক্ষার্থীরা।
মেহেদী শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি রাজশাহীর বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। বর্তমানে রাজশাহী মহানগরে বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
ঘটনাস্থলে ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহিম। তিনি জানান, রাজশাহীতে মাঝে মাঝেই ওই রেস্তোরাঁয় বসে মেহেদীসহ ছাত্রলীগের কয়েকজন নিয়মিত বৈঠক করতেন। খবর পেয়ে রাতে তারা সেখানে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে মেহেদীকে তারা ধরে ফেলেন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। ছাত্রলীগের সাবেক এই নেতা আওয়ামী লীগের প্রচার ও মিডিয়া সেলের সঙ্গে যুক্ত।
নগরের বোয়ালিয়া থানার এসআই শরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার একটি মামলার তিনি তদন্ত করছেন। সে মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডেস্ক/আআ
মন্তব্য করুন: