প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৬, ২২:৩৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একযোগে ৬০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদেন।
জানা যায়, শুক্রবার শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাওলানা কেরামত আলীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
নবাগত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান তারা।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: