[email protected] ঢাকা | শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২
thecitybank.com

পদ্মার তীরে জামায়াত নেতা বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৬, ১৯:০৬

ছবি: সংগ্রহীত

পদ্মা নদীর পাড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল নির্বাচনী জনতার ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে এই নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন তিনি। এই সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী–পুরুষ, হিন্দু–মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ছাত্র-শিক্ষক ও ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন।

ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও সাবেক জেলা আমীর রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নয়েবে আমীর ও সাবেক উপজেরা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি তহুরুল ইসলাম সোহেল ও চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর