[email protected] ঢাকা | শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২
thecitybank.com

ভোটের মাঠে ‘কোণঠাসা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:২৭

প্রতিকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের মাঝে সাজ-সাজ রব বিরাজ করছে। অপরদিকে ভোটের মাঠে কোণঠাসা হয়েছে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

রাজনৈতিক সূত্র থেকে জানা যায়, ২০২২ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জে দলের ক্লান্তিলগ্ন সময়ে দায়িত্ব গোলাম জাকারিয়া ও রফিকুল ইসলাম। দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার বিএনপির শীর্ষ নেতাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদের সাথে তাদের দুরুত্ব সৃষ্টি হয়। দলীয় প্রোগামগুলো জেলা বিএনপি তাদের বাদ আলাদা ভাবে পালন করতো। এছাড়া জেলা বিএনপির শীর্ষ নেতারাসহ একাধিক নেতানেত্রী তিন আসনে ধানের শীষের কান্ডারী ছিলেন। বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় বিএনপি কর্মসূচীও পালন করেন তারা। তবে বিএনপির হাইকমান্ড পুরাতনদের উপর আস্থা রাখে। এর পর থেকেই মূলত চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা কোণঠাসা হয়ে পড়ে।

রাজনৈতিক সূত্রে আরোও জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নির্বাচনে মাঠে নেমে পড়েন বিএনপির প্রার্থী ও তার অনুসরারী। নির্বাচনকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য তৈরি করা নির্বাচন পরিচালনা কমিটিসহ একাধিক সহোযোগী কমিটি। কিন্ত তিনটি আসনের এই কমিটিগুলোতে রাখা হয়নি জেলা বিএনপির শীর্ষ নেতাদের। এছাড়া তিনটি আসনের নির্বাচনী পথসভা, প্রচার প্রচারণা ও নির্বাচনী সমাবেশসহ কোন প্রোগামে জেলা বিএনপির নেতাদের দেখা মিলেনি।

দলীয় সূত্র থেকে জানা যায়, বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষনার পর জেলা বিএনপির নেতারা প্রত্যাশা করেছিলেন মনোনীত প্রার্থীরা তাদের সাথে বসবে এবং তাদের মাঝের দুরুত্ব নিরসন হবে। কিন্ত বাস্তবে তা হয়নি। এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা ছাড়াই চলছে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ। এরফলে মূলত কোণঠাসা হয়েছে পড়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি‘।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান বলেন, আমি ব্যাবসার কাজে বেশির সময় ব্যাস্ত থাকি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঢাকা-১৭ আসনে ভোট করছে তাই আমি সেখানেই প্রচার প্রচারণার কাজে আছি। দীর্ঘ ১৮ বছর জুলুল নির্যাতন সহ্য করে যেহেতু ধানের শীষের পক্ষে ছিলাম সেহেতু শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষে আছি। এর বেশি কিছু বলতে চাই না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আমার আমাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আর জেলা বিএনপির  শীর্ষ নেতারা প্রর্থীর সাথে নাই কেন, এই প্রশ্নটা প্রার্থীর করলেই ভালো হবে মনে করি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, আমরা তো যেতে চাই। কিন্ত না ডাকলে কিভাবে যাবো। তবে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি এবং সাধারন জনগনকে ভোট দিতে বলছি। এছাড়া এই বিষয়ে দলের হাইকমান্ডকে জানিয়েছি। তবে তারা কাদের নিয়ে কমিটি (নির্বাচন পরিচালনা কমিটি) করছে সেটি তারাই ভালো জানে। আগামীতে যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা যাবো বলেও জানান তিনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর