[email protected] ঢাকা | শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২
thecitybank.com

নির্বাচনে অনিয়ম হলে ভোটকেন্দ্র থেকে কেউ বের হতে পারবেন না: হারুনুর রশিদ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৯

সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। ফাইল ছবি

নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ কোন অফিসারের নূন্যতম অনিয়ম পরিলক্ষিত হলে ভোট কেন্দ্র থেকে কেউ বের হতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ।

সোমবার (২৬ জানুয়ারি) বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক নির্বাচনী সভায় এই হুশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, আমরা ভোট কেন্দ্রে চুরিও করতে যাবো না আবার ভোট কেন্দ্রে কিন্ত অনিয়মও করতে যাবো না। আমরা জাল ভোট দিতেও দিবো না, নিজেরাও দিবো না। সুতরাং নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য কেউ যদি চক্রান্ত করে; দীর্ঘ ১৫ বছর নির্বাচনের জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে; দেশকে গনতন্ত্রের উত্তরনের পথে নিয়ে আসার জন্য। তাই প্রশাসন, রিটানিং অফিসারসহ সমস্ত প্রশাসনের উদ্দেশ্যে বলছি জাতির এই কান্তিলগ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি সুষ্ঠু ও সুন্দর এবং অবাধ নির্বাচন বাস্তবায়ন করে দেওয়া। এজন্য কোন অবস্থাতে নির্বাচনে যেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ কোন অফিসারের নূন্যতম যেন অনিয়ম পরিলক্ষিত না হয়। যদি পরিলক্ষিত হয় তাহলে এই যে আজকে জনমত দেখছেন, নির্বাচনের ভোট কেন্দ্র থেকে কেউ বের হতে পারবেন না। এটা আমাদের পরিষ্কার ও স্পষ্ট ঘোষনা।

তিনি আরোও বলেন, অন্য রাজনৈতিক দল যারা নির্বাচন করছেন তারা দয়া করে নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য নিজেরা এবং নিজেদের কর্মীদেরকে সংযত রাখিয়েন। আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু। আপনারা ভোটের আচরণ বিধি প্রতিনিয়ত লঙ্ঘন করছেন। তারা তাদের পোষ্টার নিজেরা ছিঁড়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। নিজেরাই আগুন লাগিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ছে যে, দেখেন বিএনপির নেতাকর্মীরা আগুন লাগাচ্ছে।

ফ্যামেলি কার্ড নিয়ে তিনি আরোও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামেলী কার্ডের ঘোষনা দিয়েছে। আর জামায়াত ইসলাম বলছে এটা ভুয়া। আরে বেগম খালেদা জিয়া এদেশের মেয়েদের জন্য অবৈতনিক নারী শিক্ষা, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড চালু করেছে। কৃষকদের জন্য ২৫ হাজার টাকার ঋণ মাপ করে গিয়েছে। তাই তারেক রহমানের ফ্যামেলি ও কৃষক কার্ড নিয়ে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন?

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপি নেত্রী অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।  এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর