প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১১:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রকাশ্যে দিবালোকে ভোটের প্রচারণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসাকে ‘ওয়েলকাম’ জানিয়েছে বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশে আহবান জানান তিনি।
তিনি বলেন, মা-বোনেরা আমি সেদিন (গত শনিবার) বলেছিলাম আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে চাবেন, না দিলে ৯৯৯ ফোন দিয়ে দিবেন। ৯৯৯ ফোন দেওয়ার কথা বলায় রাকসুর এক মেয়ে বলছে পাপিয়া আপা আমি আসছি। ‘ওয়েলকাম‘। আমি যেমন প্রকাশ্য দিবালোকে রাজনীতি করি, তোমরাও করো এটাই আমি চাই। ওই গুপ্ত হবা, বর্ণ হবা এইসব আমি চাই না।
প্রসঙ্গত, গত শনিবার (২৫ জানুয়ারি) এক নির্বাচনী সভায় বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছিলেন, মা-বোনদের উদ্দেশ্য বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে ৯৯৯- এ কল দিয়ে ধরিয়ে দেবেন। যাতে বয়ান দেয়ার আর সুযোগ না পান।
এর প্রতিউত্তরে এক ফেসবুক পোষ্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা জানিয়েছিলেন ‘’ অতি শীঘ্রই প্রচারণায় আসছি পাপিয়া'পা“।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: