প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ২৩:৪১
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে ৯৯৯- এ কল দিয়ে ধরিয়ে দেওয়ার কথা বলেছেন বিএনপির নেত্রী সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এর প্রতি উত্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেছেন ‘’ অতি শীঘ্রই প্রচারণায় আসছি পাপিয়া'পা“।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন রাকসুর এই নেত্রী।
জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) এক নির্বাচনী সভায় বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, মা-বোনদের উদ্দেশ্য বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে ৯৯৯- এ কল দিয়ে ধরিয়ে দেবেন। যাতে বয়ান দেয়ার আর সুযোগ না পান।
নির্বাচনী সভায় তিনি আরও বলেন, এখন নাবালকরা আবার সাবালক হচ্ছে। নির্বাচনে দুই নাম্বার হবেন, নাকি তিন নাম্বার হবেন ওটা জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা করেন। ওইটা বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা। এমন ডগবগানি করছে, ঠিক যেমন কিশোরী থেকে মেয়েরা তরুণী হয়; তেমন।
উল্লেখ্য, বিএনপির নেত্রী অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া ১৯৮৭ ও ৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হলের ভিপি নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: