[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৬:৩০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আজিজের উপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে পৌর জামায়াতের নেতাকর্মীরা। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার নতুন হাটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে তাদের গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদের ছেলে রুবায়েত ইবনে হারুন রাফি।

জানা যায়, সন্ধার দিকে পৌরসভার ১১ নং ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে দাঁড়িপাল্লার প্রতীকের নির্বাচনী মিছিল চলছিল। অপরদিকে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী সভা ছিল ইসলামপুর ইউনিয়নে। নির্বাচনী সভা শেষ করে ফেরার পথে হারুনুর রশিদের গাড়িবহর  মিছিলটি অতিক্রম করছিল। এই সময় আব্দুল আজিজ মিছিলটি সরিয়ে গাড়িবহর যাওয়ার ব্যাবস্থা করতে থাকেন। এই সময় হারুনুর রশিদের ছেলে রুবায়েত ইবনে হারুন রাফি গাড়ি থেকে নেমে জামায়াত নেতা আব্দুল আজিজকে গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা।

জামায়াত নেতা আব্দুল আজিজ জানান, ১১ ও ৯নং ওয়ার্ড মিলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল ছিল। মিছিল শেষ করে যখন চলে আসছিলাম তখন ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের গাড়িটি আমাদের সামনে পড়ে। আমরা প্রটোকল দিয়ে উনার গাড়িটি পার করে দিচ্ছিলাম এবং শেষের দিকে আমি ছিলাম্। একপর্যায়ে হারুন এমপির ছেলে গাড়ি থেকে বের হয়ে চারজন মিলে ২০ থেকে ২৫ সেকেন্ড উপরে ঝুলিয়ে রাখে এবং গলা চেপে ধরেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে রুবেয়েত ইবনে রাফি বলেন, ইসলামপুর ইউনিয়নে প্রোগ্রাম শেষ করে আমরা অন্য  একটি প্রোগামে যাচ্ছিলাম। পথে জামায়াতের ৫০০ জন লোকের একটি মিছিল হচ্ছিল। আমাদের গাড়িবহর দেখে তারা আমাদের গাড়ির গ্লাসে হামলার উদ্দেশ্যে বারি মারতে থাকে। এই সময় আমি দরজা খুলে তাদেরকে বলি মারতে হলে আমাকে মারো, আমাকে মারার পর আমার পিতামাতাকে মারতে পারবা। এছাড়া তাদের করা অভিযোগটি ভূয়া ও মিথ্যাহীন। কারণ আমি একাই কি ৫০০ লোকের মাঝে একজনকে মারতে পারি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়া এলাকার অবস্থা শান্তিপূর্ণ রয়েছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ আব্দুল হাই, সদর উপজেলা যুববিভাগের সাধারণ সম্পাদক মোঃ মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর