[email protected] ঢাকা | সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২
thecitybank.com

ভোটের মাঠে পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, উজ্জীবিত তৃণমূল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৩:১৫

সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। ফাইল ছবি/সংগ্রহীত

দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জের রাজনীতির মাঠে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার সরব উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী সমাবেশ, পথসভা এবং প্রচার মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ সদর আসনজুড়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

গত কয়েক দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় পাপিয়ার নেতৃত্বে বেশ কিছু নির্বাচনী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা জানান, তাঁর বলিষ্ঠ বক্তব্য এবং রাজপথের সক্রিয়তা ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের ফের উজ্জীবিত করে তুলেছে। বিশেষ করে নারী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জ সদরসহ গুরুত্বপূর্ণ আসনগুলোতে পাপিয়ার এই তৎপরতা ত্রয়োদশ নির্বাচনে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করছে। দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকার পর তাঁর এই ফিরে আসা দলীয় কোন্দল নিরসন এবং ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে সহায়ক হবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা।

তৃণমূলের কর্মীরা জানান, "পাপিয়া আপার মাঠে নামার খবরে আমরা নতুন সাহস পেয়েছি। তাঁর উপস্থিতি প্রমাণ করে বিএনপি রাজপথসহ ভোটের মাঠে শক্তভাবে আছে এবং থাকবে।" বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে  তাঁর এই সরব অবস্থান চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করছে বলে আশাবাদী নেতাকর্মীরা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর