[email protected] ঢাকা | সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২
thecitybank.com

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ২৩:৫৭

প্রতিকী ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার ১১ নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আবু বকর আজ এক যৌথ বিবৃতি প্রদান করেছেন ।

বিবৃতিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জনাব হারুন অর রশিদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি ও তার সহযোগীরা সম্পূর্ণ অন্যায়ভাবে এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে।

জানা যায়, রবিবার সন্ধ্যায় পৌর এলাকার ৯নং ওয়ার্ডে আব্দুল আজিজ নামে ওই জামায়াত নেতাকে হারুনুর রশীদের গাড়ির সামনে দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল চলার সময় গাড়ি নিয়ে অপেক্ষা করায় গলা টিপে ধরা হয় এবং তার ওপর চড়াও হওয়া হয়।

জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনাকে জঘন্য ও কাপুরুষোচিত হামলা হিসেবে নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, নির্বাচনী মাঠে পেশিশক্তির প্রদর্শনী সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের আদর্শিক লড়াই থেকে বিচ্যুত করা যাবে না ।

বিবৃতিতে হামলাকারী রুবাইয়াৎ ইবনে হারুন রাফি ও তার দোসরদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর