[email protected] ঢাকা | শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২
thecitybank.com

আলেম সমাজের সাথে মতবিনিময় সভায়

৫৪ বছরের বস্তাপচা রাজনীতি থেকে জনগণ মুক্তি চায়: নুরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৬, ২০:০৭

নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫৪ বছরের বস্তা পঁচা রাজনীতি থেকে দেশের জনগণ মুক্তি চায়। এখন জনআকাঙ্খা হচ্ছে আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা মানবিক এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। খুন-ধর্ষন, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-ছাত্র সমাজের পাশাপাশি পুরো জাতি ঐক্যবদ্ধ। তাই সুখি-সমৃদ্ধ বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আলেম সমাজ অগ্রণী ভূমিকা রাখতে আহবান জানান।

শুক্রবার (১৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় আলেম সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই  আহবান জানান তিনি।

জামায়াতের এই নেতা আরোও বলেন, সমাজ এবং জাতিকে কার্যকরভাবে দিকনির্দেশনা দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব আলেম সমাজকে পালন করতে হবে। দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশের আলেম সমাজ একটা কঠিন সময় পার করেছে। আলেম সমাজ কুরআনের প্রকৃত রূপ সমাজে তুলে ধরতে গিয়ে একেক সময় একেক ধরনের চাপের মধ্যে ছিল এবং জুলুমের শিকার হতে হয়েছে। আলেমেরা মন খুলে প্রকৃত সত্য তুলে ধরতে পারেনি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা অবারিত একটা সুযোগ পেয়েছি। যেখানে আমরা মন খুলে কথা বলতে পারছি, খুতবা দিতে পারছি। এই সুযোগ আমাদের তরুণ প্রজন্ম তাদের জীবন ও রক্ত দেওয়ার মাধ্যমে আমাদের জন্য এনে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একসাথে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়ে তারা অগ্রসর হয়েছে। অধিকাংশ ইসলামী দল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে একসঙ্গে পথ চলতে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ জাতিকে পরাজয় করা যায় না। ঐক্য জাতির বিজয় নিশ্চিত করে।

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। এছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখসহ নেতৃবৃন্দ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর