প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন বিএনপির এই প্রার্থী।
সকাল থেকেই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হারুনুর রশিদ ০৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার এবং আবাসিক এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়; অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত পথসভায় হারুনুর রশিদ বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং আছে। তিনি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং কৃষকদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনকে ঘিরে ০৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বিএনপি প্রার্থীর এই গণসংযোগ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: