চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের আমীর নূরুল ইসলাম বুলবুল। আগামী নির্বাচনকে সামনে রেখে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে নূরুল ইসলাম বুলবুল স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
গনসংযোগকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, "চাঁপাইনবাবগঞ্জের দিয়াড় অঞ্চলের মানুষ অবহেলিত। এলাকার টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামীতে সুযোগ পেলে ইসলামপুরসহ পুরো সদর উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে।"
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসাই আমাদের পথচলার শক্তি। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তিনি উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা নূরুল ইসলাম বুলবুলকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তার জোরালো ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগটি হায়াতমোড় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: