[email protected] ঢাকা | শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুতে বুলবুলের প্রতিশ্রুতি, হারুনের ‘না’

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৫:০৬

বামে হারুনুর রশিদ, ডানে নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে রেল যোগাযোগ ও উন্নয়ন প্রকল্প নিয়ে দুই হেভিওয়েট নেতা— হারুন ও বুলবুলের পরস্পরবিরোধী অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রেল প্রকল্পে হারুনের অনীহা:

সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ দাবি করেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দুরুত্ব বেশি নয়। তাই জেলা শহর থেকে যে কেউ রাজশাহী গিয়ে সেখান থেকে ঢাকাগামী ট্রেন ধরে ঢাকার উদ্দেশে রওনা দিতে পারে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে নতুন করে আন্তনগর ট্রেন দাবি ও উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এবং চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নসহ নানান জটিলতার কারণ উল্লেখ করে তিনি এই মুহূর্তে জনসাধরনের নতুন ট্রেনের  দাবিকে ‘না’ বলছেন। হারুনের মতে, বিশাল বাজেটের এই প্রকল্পের চেয়ে বিদ্যমান সড়কপথের সংস্কার এবং রেল বন্দরসহ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। তার এই অবস্থানকে অনেকে 'বাস্তববাদী' বললেও বিরোধীরা একে উন্নয়নের পথে বাধা হিসেবে দেখছেন।

বুলবুলের পাল্টা প্রতিশ্রুতি:

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার নির্বাচনী প্রচারণায় রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে তিনি শুধুমাত্র নতুন ট্রেনই চালু করবেন না, বরং এই অঞ্চলকে একটি আধুনিক রেলওয়ে হাব হিসেবে গড়ে তুলবেন।

জনসাধারণের প্রতিক্রিয়া:

দুই নেতার এমন অবস্থানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ হারুনের মিতব্যয়ী চিন্তাকে সমর্থন করলেও, তরুণ প্রজন্মের বড় একটি অংশ বুলবুলের আধুনিক রেল যোগাযোগের প্রতিশ্রুতিতে আশাবাদী।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর