আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, আয় ও সম্পদের ক্ষেত্রে পার্থক্য উঠে এসেছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুল শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন। তিনি এমএসএস ডিগ্রিধারী। তিনি পেশায় পরামর্শ ও ব্যবসায়ী।
হলফনামা অনুযায়ী তার আয়ের উৎস ব্যবসা ও পরামর্শ সেবা এবং বার্ষিক আয় দেখানো হয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩২২ টাকা। নগদ অর্থ রয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা। অলংকারের মূল্য দেখানো হয়েছে ২ লাখ টাকা। তার বিরুদ্ধে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ আয় ও সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন। তার বয়স ৬৪ বছর। তিনি বিএসসি (সম্মান) ডিগ্রিধারী। পেশায় কৃষি ও ব্যবসার সঙ্গে যুক্ত।
হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ১৭ লাখ ৩৭ হাজার ৯২২ টাকা। মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা দেখানো হয়েছে। তার কাছে নগদ অর্থ রয়েছে ৯১ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা।
অলংকারের মূল্য দেখানো হয়েছে ২ লাখ টাকা। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
এছাড়াও হলফনামায় হারুনুর রশীদের নামে ১ কোটি ২১ লাখ ১৪ হাজার ৯৩২ টাকার ঋণের তথ্য উল্লেখ করা হয়েছে।
দুই প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক অবস্থানে ভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ভোটাররাই নির্ধারণ করবেন কে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।
ই.ই/আ.আ
মন্তব্য করুন: