প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ২২:৫৬
প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে দলটির কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষনেতাদের দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে একই মঞ্চে সমবেত হওয়ায় প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তৃণমূল রাজনীতিতে।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অন্তর্ভুক্ত নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
রাজনৈতিক সূত্রে জানা যায়, রবিবার (০৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিকেল সাড়ে তিনটার দিকে গোমস্তাপুর ও রহনপুর পৌর শাখা বিএনপির আয়োজনে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) এর বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন ও ছাত্রনেতা নাহিদ ইসলাম । মনোনয়ন প্রাপ্তি ও স্থানীয় রাজনীতিতে মনোমানিল্যনের কারনে দীর্ঘদিন যাবত এই দুই নেতাকে একই মঞ্চে দেখা যায়নি। তবে দলের সাবেক সভানেত্রীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একই মঞ্চে উপস্থিত দেখে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির কর্মীরা বলছেন, শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। নাচোল-গোমস্তাপুর-ভোলাহাটে আমাদের মধ্যেও ছোটখাটো যে ভুল বোঝাবুঝি ছিল, তা ভুলে আমরা নির্বাচনে একসাথে কাজ করে ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য প্রস্তুত আছি।
স্থানীয় সিনিয়র নেতারা জানিয়েছেন, এই আসনের তিনটি উপজেলাতেই দলের অবস্থান অত্যন্ত শক্তিশালী। এখন জেলার সিনিয়র নেতাদের নতুন করে ঐক্যের বাতাস কাজে লাগিয়ে তারা গ্রাম-গঞ্জে সংগঠনকে আরও শক্তিশালী করবেন। বিশেষ করে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে আর কোনো বিভেদ রাখা হবে না বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কেন্দ্রীয় নেতৃত্বের এই ইতিবাচক পরিবর্তন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাধারণ ভোটারদের মধ্যেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। বরেন্দ্র অঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী রাজনীতিতে বিএনপি বাড়তি সুবিধা পাবে বলে প্রত্যাশী জনসাধরনের।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: