[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

আ.লীগের দায়িত্ব নিতে চাওয়া লতিফুর রহমানকে সতর্ক করল জামায়াত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২১:২৯

সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। ছবি: সংগ্রহীত

আ.লীগের দায়িত্ব নিতে চাওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানকে সর্তক এবং তার দেওয়া বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বক্তব্য লতিফুর রহমানের ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই অবস্থান পরিষ্কার করেন।

বিবৃতিতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে সাবেক এমপি (চাঁপাইনবাবগঞ্জ-৩) অধ্যাপক লতিফুর রহমান যে বক্তব্য রেখেছেন, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রদান করেছেন- তা তার ব্যক্তিগত মতামত। তাঁর এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত নয় এবং এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গিও নয়।

বিবৃতিতে আরও জানান, সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর