[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩১ ডিসেম্বার ২০২৫, ২১:৪১

রাণিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি: সংগ্রহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর ইন্তেকালের সংবাদ পৌঁছানোর পর আজ বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়।
 
উপজেলার বারঘোরিয়া সরকারি গোরস্থান মাঠ, বালিয়াডাঙ্গা, গোবরাতলা ও রানীহাটিসহ ১৪টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জানাজা আয়োজিত হয়। জানাজায় বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
 
সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর