[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে আগামীকাল বিকেলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৫, ২২:১৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগ্রহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আগামীকাল (বুধবার) শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হবে। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই জানাজার আয়োজন করা হয়েছে।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই গায়েবানা জানাজায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
 
এছাড়া শিবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিকেল ৪ টার দিকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর