দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশীদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও মোড়ে সাধারণ মানুষ, রিকশাচালক এবং পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় প্রিয় নেতার ফেরার খবরে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিষ্টি বিতরণকালে আশরাফুল আলম রশীদ বলেন, "তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। তাঁর আগমনে দেশের রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, শিবগঞ্জের আপামর জনতা তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানান স্থানীয় বিএনপি কর্মী রাহাত আলী, আব্দুল হান্নান ও ফয়সাল মাহমুদসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিষ্টি বিতরণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখান থেকে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: