[email protected] ঢাকা | শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২
thecitybank.com

আসন সমঝোতা ইস্যুতে গণ অধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ ডিসেম্বার ২০২৫, ১৬:৫৪

প্রতিকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা।

তারা হলেন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের নিকট তারা অব্যাহতি প্রদান করেন।

এরপর সভাপতি জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ।’

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাহিদুর রহমান খান।

জানা গেছে, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরের আর্দশে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন। তার নেতৃত্বেই এলাকায় গণঅধিকার পরিষদের রাজনীতি শুরু হয়। পরে ২০২৪ সালে তিনি উপজেলা গণধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জাহিদুর রহমান খান দুলাল বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তারা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে দল যদি বিএনপি জোট থেকে বের হয়ে আসতে পারে তবে পুনরায় তারা দলে ফিরবেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর