প্রকাশিত:
২৪ ডিসেম্বার ২০২৫, ১৯:৪৯
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে কাজ না করতে আওয়ামী লীগের ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ কোর্টবাজার এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন কেরামত আলী।
এসময় জামায়াত প্রার্থী কেরামত আলী বলেন, “বিএনপি প্রার্থীর পক্ষে ইতোমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভোটাররা বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে। কিন্তু যাদের নিজেদের পক্ষে আনতে পারছে না, তাদের জামায়াতের পক্ষে কাজ না করতে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত এলাকায় না থাকতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।”
বক্তব্যে জামায়াত প্রার্থী কেরামত আলী কয়েকটি এলাকায় ভোট কেন্দ্রে আগের রাতেই ভোটারদের হুমকি দেওয়া এবং নির্বাচনকে প্রভাবিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
জ.হ.ম.ম/আ.আ
মন্তব্য করুন: