[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

বিদ্রোহী প্রার্থী হওয়ার গুঞ্জন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি নেত্রী শুচির পক্ষে মনোনয়ন সংগ্রহ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২২ ডিসেম্বার ২০২৫, ১৭:১৪

মনোনয়ন সংগ্রহ করছেন মাসউদা আফরোজ হক সূচীর অনুসারীরা। ছবি: চাঁপাই জার্নাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসউদা আফরোজ হক শুচির পক্ষে মনোনয়ন উত্তোলন করেছেন তার অনুসারীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, মোঃ মনিরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মোহাম্মদ হাসানুজ্জামান বেনজির সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি সহ চার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবু তাহের খোকন বলেন,আমরা দলের দুঃসময়ের কর্মী। বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। সাধারণ মানুষ এবং কর্মীরা পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি, দেশনায়ক ও কেন্দ্রীয় নেতৃত্ব এই আসনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে চূড়ান্ত মনোনয়নে সময় অবশ্যই পরিবর্তন আনবেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই আমরা শুচির পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করলাম এবং আমরা আশাবাদী শুচিকে দল মনোনীত করবে তার হাতে ধানের শীষ তুলে দিবে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি নেত্রী মাসউদা আফরোজ হক শুচি। কিন্ত দল মনোনয়ন দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আমিনুল ইসলামকে। তারপর থেকে গুঞ্জন ছিল বিএনপি নেত্রী মাসউদা আফরোজ হক শুচি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র ভোট করতে পারেন।

সুমন আলী/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর