[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ ডিসেম্বার ২০২৫, ২১:৩৩

প্রতিকী ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে ২ আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সমঝোতায় পৌঁছান তারা।

বৈঠক সূত্রে জানা যায়, আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেবে বিএনপি। তবে নির্বাচনী বিধি অনুযায়ী তাদের নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে লড়তে হবে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আজ বিএনপির সঙ্গে আমাদের সভা হয়েছে। সেখানে আমরা ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছি। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে সমঝোতার কথা বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

আগামীকাল (সোমবার) আমাদের দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সূত্র: কালের কন্ঠ/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর