প্রকাশিত:
২১ ডিসেম্বার ২০২৫, ১৭:৩০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুস সালাম তুহিনের পক্ষে মনোনয়ন উত্তোলন করেছেন তার অনুসারীরা।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের পক্ষে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলীর নেতৃত্বে বিএনপির নেতা ও কর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তন্ময় আহমেদ, বিএনপি নেতা মুনিরুল ইসলাম মুনি, তোহিদ, ফিরোজ, রাজুসহ প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা এবং সকলের দোয়া চান তারা।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন। কিন্ত দল মনোনয়ন দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আমিনুল ইসলামকে। তারপর থেকে গুঞ্জন ছিল আব্দুস সালাম তুহিন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র ভোট করতে পারেন।
সুমন আলী/আ.আ
মন্তব্য করুন: