[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন উত্তোলন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ ডিসেম্বার ২০২৫, ১৫:৫৮

ছবি: সংগ্রহীত

বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র তোলা হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, এই আসন থেকে বেগম খালেদা জিয়া ইতোপূর্বে টানা তিনবার জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। এবারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিতে প্রস্তুত। আমরা আশা করছি, অতীতের সব রেকর্ড ভেঙে তিনি এবার সর্বোচ্চ ভোট পাবেন।

অপরদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আজ তার পক্ষ থেকে মনোনয়ন তোলা হয়েছে। এটি বগুড়াবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত। এখানকার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ সময় জেলা ও কেন্দ্রীয় বিএনপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেলসহ আরও অনেকে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি এড়াতে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী মনোনয়ন উত্তোলনের সময় সেখানে প্রবেশ করেননি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর