[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

’৭১ ও ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ ডিসেম্বার ২০২৫, ১৬:৪৫

ছবি: সংগ্রহীত
’৭১-এর ঘাতক এবং ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
 
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
শামসুজ্জামান দুদু বলেন, ’৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
 
তিনি বলেন, ‘একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা আসলে দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। আর এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ।’
 
তিনি যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান।
 
একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন। হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাদির ওপর হামলার সঙ্গে কারা জড়িত, সেটা এখন দিবালোকের মতো স্পষ্ট। ফ্যাসিবাদের দোসরদের তোষণ করে এই দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।’
 
আব্দুস সালাম আরও বলেন, ‘নির্বাচন করতে হলে আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক পরিবেশ স্থিতিশীল করতে হবে। যারা এখন নির্বাচন চায় না, বরং নির্বাচন প্রতিহত করার ডাক দেয় এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাদের জিজ্ঞেস করা উচিত–তারা আসলে কী চায়? তাদের উদ্দেশ্য কী?’
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর