[email protected] ঢাকা | সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে

শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৪ ডিসেম্বার ২০২৫, ১১:৩০

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি: চাঁপাই জার্নাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।

শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা- সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের হামলা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে। তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমেদ বাবু ও শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ অন্যরা। বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে শুক্রবার রাতে ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী সোহান, শাহাদাৎ হোসেন, সাইমুন সাদাব ও তোফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা- হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে শরিফ ওসমান হাদির সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর