[email protected] ঢাকা | সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সরকারকে যে কর্মসূচি দিতে বললেন আসিফ মাহমুদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৫, ১৯:০২

ছবি: সংগ্রহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘সরকারকে এখন অপারেশন ডেভিল হান্টের থেকেও কঠোর কর্মসূচি হাতে নিতে হবে। সন্ত্রাসীদের মুক্ত বাতাসে ছেড়ে রেখে দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, নির্বাচন আয়োজন কিছুই সম্ভব না।’

আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
তিনি আরও লেখেন, ‘নিষিদ্ধ ফ্যাসিস্টদের সিম্প্যাথাইজার, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী তথাকথিত বুদ্ধিজীবী, টকশোজীবীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। যে ফ্যাসিস্টদের পক্ষে গুলি করেছে আর যারা ফ্যাসিস্টদের পক্ষে বয়ান উৎপাদন করে আসছে এদের অপরাধ সমান।’

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন।

রাজধানী পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরই তার সহকর্মীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর