[email protected] ঢাকা | সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

হাদীর ওপর হামলার প্রতিবাদে ভোলাহাটে শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ ডিসেম্বার ২০২৫, ২১:৫০

ছবি: সংগ্রহীত
ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
 
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভোলাহাট কলেজ মোড়ে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই যোদ্ধা’ হাদীর ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্বের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, ভোলাহাট পশ্চিম শাখার সভাপতি মো. সালাউদ্দিন আইয়ুবী এবং পূর্ব শাখার সভাপতি মো. নাজিমুদ্দিন। হাদি ওপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় দাবি করেন বক্তারা।
 
এসময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক সভাপতি মো. মাসুদ রানা, মাসুদ রানা সুমন, সোহেল রানা, মিনহাজুলসহ সংগঠনের নেতাকর্মীরা।
 
ছবি ক্যাপশন: ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।
 
আ.হ.র/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর