[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

গোমস্তাপুর উপজেলার রহনপুরে জামায়াতের বিশাল নির্বাচনী গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১০ ডিসেম্বার ২০২৫, ১৮:৫৯

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মু. মিজানুর রহমান এর বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টাই রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল স্টেশনে মিলিত হয়। 

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মু. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আবুজার গিফারি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি শামিম, সাবেক জেলা সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ হাজারীবাগ থানা সেক্রেটারি মো. শহিদুল ইসলাম সোহেল, জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাউদ্দিন সোহাগ ও সেক্রেটারি মো. আব্দুল্লাহ।

আলোচনায় বক্তব্য বলেন আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে দেশে ইসলামিক রাষ্ট্র গঠন করার জন সবাই কে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানোনা হয়

স.আ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর