[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

স্বাবলম্বী করার উদ্দ্যেশ্যে

মহিলাদের মাঝে জামায়াত নেতা কেরামত আলীর সেলাই মেশিন বিতরণ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৫, ১৭:৫১

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড, কেরামত আলী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের উদ্যোগে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) উপজেলা জামায়াত অফিসে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে  এই সেলাই মেশিন বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা ড. কেরামত আলী।

এছাড়া অনুষ্ঠানে  আরোও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদেকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ইসলামসহ শিবগঞ্জ পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন প্রদান নারীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পরে প্রধান অতিথি উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

স.জ.ফ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর