[email protected] ঢাকা | বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে জামায়াত নেতা মিজানুরের নির্বাচনী গনসমাবেশ অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৫, ১৯:০১

দলদলী ইউনিয়নে জামায়াতের নির্বাচনী গনসংযোগ, ইনসেটে জামায়াত নেতা মিজানুর রহমান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা দলদলি ইউনিয়নে জামায়াত নেতা ড. মিজানুর রহমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জানুয়ারি) ‍দুপুর দুইটার দিকে দলদলী ইউনিয়ন জামায়াতের আয়োজনী এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মাওলানা মো: শামসুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, ভোলাহাট উপজেলার নায়েবে আমীর লোকমান আলী, উপজেলা সাবেক আমীর ক্বারী আলাউদ্দিন।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং জনগনকে বুঝাতে হবে দাঁড়িপাল্লা বিজয় হলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ হবে।

আ.হ.র/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর