[email protected] ঢাকা | রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের উদ্যোগে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ ডিসেম্বার ২০২৫, ১৯:০১

ছবি: সংগ্রহীত
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে চেম্বার ভবনের হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা অংশ নেন। বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ খাইরুল ইসলাম, পরিচালক মোঃ বাহারাম আলী, মোঃ শুকুরুদ্দিন, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ এম কোরাইশী মিলু, সাবেক পরিচালক শাজাহান আলী, ব্যবসায়ী শামসুল হক গানু সহ সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম এবং স্থানীয় ব্যবসায়ী সমাজের অন্যান্যেরা।
 
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা তার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
 
আ.আ/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর