[email protected] ঢাকা | রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

জামায়াত আমির

বরদাশত করা হবে না কোনো ফ্যাসিবাদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ ডিসেম্বার ২০২৫, ১৮:০৮

ছবি: সংগ্রহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদীরাবিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কালো বা লাল কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না। গতকাল বিকালে চট্টগ্রাম লালদীঘি ময়দানে আট দল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না। আট দলেরও বিজয় চাচ্ছি না। আমরা দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই।
 
সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে। এটা প্রমাণ হয়ে গেছে-এর বাইরে কোনো কিছু দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বিজয়ের এই হুইসল ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
জামায়াত আমির আরো বলেন, ‘কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। তাদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের মানুষ আর ফ্যাসিবাদকে বরদাশত করবে না। আমরা অল্লাহর ওপর ভরসা করে অতীতেও রুখে দিয়েছি (ফ্যাসিবাদ), ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাকেও রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে আরও বলেন, আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না।
 
কোনো দাদা বাবু মানি না। কোনো বড় ভাই মানি না। সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’
 
সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ‘বনেদিদের বাংলাদেশ আর থাকবে না। অনেক দল থেকে আসন সমঝোতার অফার দেওয়া হয়েছিল। ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী শিক্ষা ব্যবস্থা  বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ।’
 
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে পিছু হটাবার চক্রান্ত হচ্ছে। যথাসময়ে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মানবে না। নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, কোনো গুন্ডা-মাস্তান থাকবে না। ভোট কেন্দ্র দখল, কাউকে হুমকি-ধমকি দেওয়া চলবে না। সরকারকে  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি ব্যর্থ হন তাহলে  দেশের জনগণ ক্ষমা করবে না।’
 
সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর