[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫, ২০শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো, গুজবে কান না দেওয়ার আহ্বান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৫, ২২:১৬

ছবি: সংগ্রহীত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাকে বিদেশে নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং শারীরিক অবস্থার ওপর। আসছে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিমও। কোনো গুজবে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান ডা. জাহিদ।
 
সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারাদেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারিরীক অবস্থার কথা জানান ডা: এ জেড এম জাহিদ হোসেন।
 
এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়েও কথা বলেন ডা: জাহিদ হোসেন। কোনো ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মীও দেশবাসীর প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।
 
এদিকে, এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভীড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর