বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া সব সময় দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তাই তিনি দেশবাসীর ভালোবাসা পেয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, যারা নিজেদের জন্য রাজনীতি করেন তারা পালিয়ে যান।
গত বছরের ৫ আগস্ট তাই ঘটেছিল।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করতে হয়েছে। তিনি রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি।
স্বৈরাচারের সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করেই জনগণের অধিকার আদায় করেছেন। তাই তার অসুস্থায় জাতিও উৎকণ্ঠায় আছে।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: