[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫, ২০শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

জামায়াত ক্ষমতায় গেলে সব শ্রেণির মানুষ নিরাপত্তা ভোগ করতে পারবে: এটিএম আজহার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৫, ২০:০৪

ছবি: সংগ্রহীত
বক্তৃতা করছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। 
 
বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণির মানুষ শতভাগ নিরাপত্তা ভোগ করতে পারবে। দেশে যখন হাসিনা ক্ষমতায় ছিলো তখন দেশের হিন্দুরা ঠিক ভাবে তাদের পূজা করতে পারেনি, তাদের প্রতিটা উৎসবেই হামলা-ভাঙচুর হয়েছে। এখন দেখুন হাসিনার বিদায়ের পর দুর্গা পূজায় দেশে কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
 
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভালবাসা ও ভোটে জামায়াত সরকার গঠন করতে পারলে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত স্বাধীন স্বনির্ভর একটি দেশ, যেখানে সমান অধিকার নিশ্চিত থাকবে সব নাগরিকের। 
 
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এই নির্বাচন আদর্শিক পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করার নির্বাচন। এ নির্বাচন আধিপত্যবাদ শক্তির হাত থেকে দেশকে সম্পূর্ণরূপে স্বাধীন সার্বভৌমত্ব মুক্ত করে মাথা উঁচু করার নির্বাচন। দেশে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে, হামলা করে এই গণজোয়ারকে বাধাগ্রস্ত করতে পারবেন না।’
 
তিনি তার দলের কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাহারা দেবেন, ভোট চুরি-ডাকাতির জন্য নয়, যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দুই হাত নিয়ে আসবে, আপনারও দুই হাত আছে তারা যেন ভোট চুরি করে দু’হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে। আমরা জীবন বাজি রেখে এ পর্যন্ত এসেছি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’
 
জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা শাসসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের সোহবর হোসাইন, ফরিদপুর-৪ আসনের মাওলানা সরোয়ার হোসাইন প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর