[email protected] ঢাকা | বুধবার, ৩রা ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

রিকশা-অটোরিকশা ও ভ্যান চালকদের সাথে

রাণিহাটিতে জামায়াত নেতা বুলবুলের সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৫, ২০:১১

রাণিহাটিতে রিকশা-অটোরিকশা ও ভ্যান চালকদের নিয়ে জামায়াতের সামষ্ঠিক ভোজের আয়োজন। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ রাণীহাটি ইউনিয়নের উদ্যোগে স্থানীয় রিকশা-অটোরিকশ ও ভ্যান চালকদের সঙ্গে মঙ্গলবার (২রা ডিসেম্বর) এক সামষ্টিক ভোজের আয়োজন করা হয়।

আয়োজিত সামষ্টিক ভোজে স্থানীয় কয়েকশ রিকশা-অটোরিকশ ও ভ্যান চালক অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন (চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর সহকারী সেক্রেটারী আব্দুর রহমানসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌরশাখা এবং রাণীহাটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘শ্রমিকরা হচ্ছেন আল্লাহর বন্ধু’। কিন্তু দেখা যায় সমাজে শ্রমিক শ্রেণীর লোকজন নির্যাতিত, নিপীড়িত, শোষণের শিকার। রিকশা-ভ্যানে উঠে তাদের সঙ্গে অনেকেই খারাপ আচরণ করে থাকে। রাসূল (সা.) নির্দেশ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে হবে।

তিনি বলেন, যারা কায়িক পরিশ্রম করে তারাই মূলত শ্রমিক। এহিসেবে সমাজের প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে শ্রমিক। ইসলাম শ্রমিকদের যেই মর্যাদা দিয়েছে বিগত ৫৪ বছরেও শ্রমিকেরা সেই মর্যাদা লাভ করেনি। কারণ বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে মানুষের তৈরি আইনে। আল্লাহর তৈরি আইনের বদলে মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কোনো মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে না, হয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমানভাবে অধিকার লাভ করবে। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজের অধিকার ও মর্যাদা বুঝে নিতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর